সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন
পরপর ঘটে চলছে সন্দেশখালিকাণ্ড। আর এরই মধ্যে গ্রামের মহিলাদের সঙ্গে দেখা করতে এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন খোদ চেয়ারপার্সন রেখা শর্মা। সম্প্রতি তিনি আবার সন্দেশখালি আসতে চেয়েছেন তাই জাতীয় নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে মহিলা কমিশন।
নিজস্ব প্রতিবেদন : ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার বিজেপি সমর্থককে গ্রেফতার করতে গেল পুলিশ। শুধু তাই নয় গ্রেফতার করতে গিয়ে বাড়ির মহিলা সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে ন্যাজাট থানার পুলিশের বিরুদ্ধে। সোমবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালি ন্যাজাট থানার অন্তর্গত সরবেড়িয়া আগারহাটির ভূঁইয়াপাড়া এলাকায় অমর ভূঁইয়া ওরফে গড়া এলাকার বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। তাঁকেই পুলিশ গ্রেফতার করতে আসে। আর তখনই পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধে এলাকাবাসীসহ পরিবারের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ঝামেলার সময় মহিলাদের গায়ে হাত দেয় পুলিশ। বিজেপি সমর্থকের স্ত্রীর অভিযোগ, কোনও রকম ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে এসেছিল পুলিশ। সেই সময় পুলিশ মহিলাদের হেনস্তা করে।
সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য তো বটেই, তোলপাড় হয়েছে দেশ।
পরপর ঘটে চলছে সন্দেশখালিকাণ্ড। আর এরই মধ্যে গ্রামের মহিলাদের সঙ্গে দেখা করতে এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন খোদ চেয়ারপার্সন রেখা শর্মা। সম্প্রতি তিনি আবার সন্দেশখালি আসতে চেয়েছেন তাই জাতীয় নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে মহিলা কমিশন। এর আগে সন্দেশখালি এসে স্থানীয় মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন রেখা শর্মা সঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলেন তিনি। এমতাবস্থায় মহিলা কমিশনের রিপোর্ট জমা পড়েছিল রাষ্ট্রপতির দরবারে। শুধু মহিলা কমিশন নয়, এসসি-এসটি কমিশনও রাষ্ট্রপতি শাসন চেয়েছিল সন্দেশখালির ঘটনায়। তবে সেই দাবিকে মানা হয়নি।