ছোট মেয়েকে যৌন হেনস্তা, গ্রেপ্তার বাবা! তদন্ত শুরু করতেই ঘটনা অন্য মোড় নেয়।
বজবজের এক স্থানীয় এলাকায় ঘর থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল বজবজে! বজবজ থানার পুলিশ নাবালিকার মায়ের অভিযোগে তদন্ত নামল।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৫ সেপ্টেম্বর: বজবজের এক স্থানীয় এলাকায় ঘর থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল বজবজে! বজবজ থানার পুলিশ নাবালিকার মায়ের অভিযোগে তদন্ত নামল। তবে আস্তে আস্তে তদন্তের গভীরে যাওয়াতে দেখা যায় তাদের অভিযোগের মধ্যে গরমিল রয়েছে। তারপর নাবালিকার শারীরিক পরীক্ষাও হয়। এবং এরপর মেয়েটির বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তের কিনারা করতে চায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীকে মা পুলিশের কাছে জানান যে, সেদিন শনিবার রাতে কয়েকজন মিলে জানালার ভেতর থেকে হাত গলিয়ে ঘরের দরজার ছিটকানি খুলে ফেলে। তখন মেয়েটি নাকি ঘুমাচ্ছিল এবং এই অবস্থার মধ্যে ওই পঞ্চম শ্রেণীর নাবালিকাকে তুলে নিয়ে যায়। সকাল হতেই মেয়েটিকে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং সে ঘর থেকে উধাও হয়েছিল সেই ঘরে তার বাবা-মা ও পাঁচ বছরের ভাইও শুয়েছিল। তাদের অভিযোগ, তাকে পাচ্ছে না এই খবরটা চাউর হতেই মেয়েকে হেঁটে বাড়ি ফিরতে দেখেন বাবা-মা। মেয়েটির বাড়ি ফিরে জানাই,এক কাকু তাকে নিয়ে গিয়েছিল। মেয়েটিকে বলেছিল যে এই কথাগুলো বাড়িতে জানায় তবে তাকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু মেয়েটি লোকটির নাম্ বা তাকে কেমন দেখতে সে কিছু বলতে পারিনি।
বজবজরে এই ঘটনার তদন্ত শুরু করতেই ঘটনা অন্য মোড় নেয়। সেখানকার পুলিশ জানায়, নির্যাতিতার বাবা মা একরকম অভিযোগ করছেন কিন্তু ঘটনাটা ঠিক তার উল্টো ঘটেছে। পুলিশ জানিয়েছে যে, বাবা মা বলছি যে হাত হাত গলিয়ে দরজা ছিটকিনি খুলে নাবালিকা কে নিয়ে গেছে কিন্তু পুলিশ ঠিক সেইভাবে চেষ্টা করেছিল ঘরের দরজাটাকে খোলার কিন্তু ওই দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। তখনই পুলিশের সন্দেহ হয়। এর পরই মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃত ব্যক্তি কিছুই স্বীকার করেননি। মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে পাঠালে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করার চেষ্টা করা হচ্ছে।