নভেম্বর মাস পড়ে গেছে, অথচ শীতের দেখা নেই! রাজ্যে কবে জাঁকিয়ে শীত? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

রাত ভোরের দিকে হালকা শীত লাগে। তবে সেই জাঁকিয়ে শীতটা এখনো পড়েনি। আর যত বেলা বাড়ে সূর্যের তেজে ঘাম রীতিমতো ঘাম ঝরছে। কবে আসবে শীত?জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

নভেম্বর মাস পড়ে গেছে, অথচ শীতের দেখা নেই!  রাজ্যে কবে জাঁকিয়ে শীত? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৭ নভেম্বর: অন্যান্য বছর নভেম্বর পড়তে না পড়তেই ভালোই শীত পড়ে যায়। তবে এই বছর তার নামমাত্র। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলল। তবুও গরমের ভাত এখনো যায়নি। রাত ভোরের দিকে হালকা শীত লাগে। তবে সেই জাঁকিয়ে শীতটা এখনো পড়েনি। আর যত বেলা বাড়ে সূর্যের তেজে ঘাম রীতিমতো ঘাম ঝরছে। কবে আসবে শীত?জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মাসের মাঝখানে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হবে। এবং পরিবেশে উত্তরে হওয়া বেশ কিছুটা সময় পরে আসবে। নভেম্বরের শেষ সপ্তাহের পর থেকেই ঠান্ডা আমিজ আসতে শুরু করবে, আর অবাধ উত্তুরে বাতাস বইতে পারে। আবহাওয়ার তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন নামতে পারে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ নামবে। তবে আপাতত নতুন করে দিন-রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম।

দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আরো দুই-তিন দিনের মধ্যে আবহাওয়া শুষ্ক হবে। সকালের দিকটা হালকা কুয়াশার পরিস্থিতি। আর যত বেলা বাড়তে থাকছে বেশিরভাগ আকাশটাই মেঘলা হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূলের তিন জেলা-পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।

রবিবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।