সামান্য বল নিয়ে বচসা তুঙ্গে! প্রাণ হারালেন যুবক
মুর্শিদাবাদের ইসলামপুরে শুধুমাত্র চাঁদা তোলা নিয়ে জটিলতা সৃষ্টি হয় বন্ধুদের মধ্যে। এই সময় এক বন্ধুর ঘুষিতে মৃত্যু হল আরেক বন্ধুর। রবিবার দুপুরে হুড়শি গ্রাম পঞ্চায়েতের আরিজপুরে এই ঘটনা ঘটেছে। যুবকের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার, ১৪ই অক্টোবর: মুর্শিদাবাদের ইসলামপুরে শুধুমাত্র চাঁদা তোলা নিয়ে জটিলতা সৃষ্টি হয় বন্ধুদের মধ্যে। এই সময় এক বন্ধুর ঘুষিতে মৃত্যু হল আরেক বন্ধুর। রবিবার দুপুরে হুড়শি গ্রাম পঞ্চায়েতের আরিজপুরে এই ঘটনা ঘটেছে। যুবকের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম ছিল ইমন শেখ এবং তার বয়স কুড়ি বছর। এবং অভিযুক্তের নাম রাকেশ শেখ। স্থানীয় সূত্রে খবর, দুই বন্ধু সাদা তুলে খেলার জন্য একটি ফুটবল কিনেছিলেন। এবং পাড়ার বাগানে রবিবার দুপুরে বন্ধুরা মিলে খেলার পর ইমন ও রাজেশের মধ্যে বল রাখা নিয়ে বচসা শুরু হয়। তারা দুজনেই বলটিকে নিজের কাছে রাখতে চায়। এবং কাটা কাটাকাটি তুঙ্গে উঠলে ইমন রাজেশকে ধাক্কা মারে। এবং পাল্টা রাজেশ ধাক্কা দিয়ে জটিলতা আরও বাড়িয়ে তোলা। তারপরেই একে অপরকে ঘুষি মারে।
রাজেশ ঘুষি মারতেই লুটিয়ে পড়েন ইমন। দ্রুত তাঁকে উদ্ধার করে ১৪ কিলোমিটার দুরে রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্রেফ বল নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।