মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর শুনে ছুটে এলেন আরবাজ খান, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, ১১ সেপ্টেম্বর: মালাইকা আরোরার (Malaika Arora) ওপর নেমে এসেছে দুঃখের পাহাড়। বাবা অনিল অরোরা আত্মহত্যা (suicide) করেছেন। আরবাজ খান (Arbaaz Khan) এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার বাড়িতে পৌঁছে যান। এই কঠিন সময়ে মালাইকা ও তার পরিবারের সঙ্গে সব ক্ষোভ ভুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আরবাজকে।
আরবাজ খান মালাইকা অরোরার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পাপারাজ্জিরা তাঁকে ঘিরে ফেলেন। কিন্তু অভিনেতা তাদের উপেক্ষা করে দ্রুত বাড়ির ভিতরে চলে যান। বলা হচ্ছে, মালাইকা যখন তার বাবার মৃত্যুর খবর পান, তখন তিনি পুনেতে ছিলেন। সে সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়ে গেল। আরবাজও খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে পুরো পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি নিজেও অত্যন্ত শোকাহত। অপরদিকে, আরবাজের বোন আলভিরাও খবর পেয়ে মালাইকার বাড়িতে পৌঁছে যান এবং তাকে তার বিল্ডিংয়ের বাইরে দেখা গিয়েছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কিত কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।