বাবা সিদ্দিকি হত্যার খুনের হুমকি সলমনও নিশানায়নয়ডাকে!

কয়েক মাস আগে এনসিপির নেতা বাবা সিদ্দিকীর মৃত্যু হয়েছিল। মৃত্যু নিয়ে বেশ জল জল ঘোলা হয়েছে। এবার খুনির হুমকি থেকে রেহাই পেল না। এইসঙ্গে সালমান খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

বাবা সিদ্দিকি হত্যার খুনের হুমকি সলমনও নিশানায়নয়ডাকে!

আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৯ অক্টোবর: কয়েক মাস আগে এনসিপির নেতা বাবা সিদ্দিকীর মৃত্যু হয়েছিল। মৃত্যু নিয়ে বেশ জল জল ঘোলা হয়েছে। এবার খুনির হুমকি থেকে রেহাই পেল না। এইসঙ্গে সালমান খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে পড়ে। নয়ডা থেকে গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত যুবক।

মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক হলেন বাবা সিদ্দিকির ছেলে জিশান। শুক্রবার তার অফিসে একটি বেওয়ারিশ নাম্বার থেকে সন্ধ্যেবেলায় ফোন আসে। এবং তাকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। বাবার সিদ্দিকীর ঘনিষ্ঠ অভিনেতা সালমান খানও এই একই অভিযোগ করেছেন। নির্মল নগর থানায় অভিযোগ দায়ের অপেক্ষা করেন পুলিশ। এবং কুড়ি বছরের যুবককে ঐদিন নয়ডা থেকে গ্রেফতার করে পুলিশ।

গত ১২ অক্টোবর আততায়ীদের গুলিতে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের আগে বাবা সিদ্দিকি এবং ছেলে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে মহারাষ্ট্র। সম্প্রতি অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দিয়েছেন জিশান। বান্দ্রা-পূর্ব কেন্দ্রে তাঁকে প্রার্থী করার কথা ভাবছে দল।