হালিশহরে মঞ্চস্থ নাটক ‘রাত গাড়ির মেয়েটা’

হালিশহরে মঞ্চস্থ নাটক ‘রাত গাড়ির মেয়েটা’

রথযাত্রা উপলক্ষে গত ৭ জুলাই থেকে হালিশহরে শুরু হয়েছে সাংস্কৃতিক  পক্ষ। প্রতিদিনই থাকছে সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নাটক। হয়েছে রক্তদান শিবিরও। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। রথ পরিক্রমার মাধ্যমে ৭ জুলাই হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে উপস্থিত ছিল জীবন্ত মডেল। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হালিশহর নবারুণ সংঘ।

সাংস্কৃতিক  অনুষ্ঠানে নজর কেড়ে নিয়েছে নাটক ‘রাত গাড়ির মেয়েটা’। গত মঙ্গলবার (৯ জুলাই) নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি পরিচালনার দায়িত্বে ছিল কাঁচড়াপাড়া নাট্ট কল্লোল। নির্দেশনা করেছেন দেবী প্রসাদ সুর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত কুমার দে, পিঙ্কু পাল, সঞ্জয় কুমার সরকার, সুদীপ্ত ভট্টাচার্য। পাশাপাশি নির্দেশনার দায়িত্বে থাকা দেবী প্রসাদ সুরকেও বিশ্বনাথবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মুখ্য চরিত্র রেহেনার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে পিঙ্কু পালকে। 

নাটকটি তৈরি হয়েছে একটি মুসলিম মেয়ের জীবনীকে কেন্দ্র করে। নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করা রেহেনাকে পাচার করার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। জানতে পেরে মেয়েটিকে বাঁচাতে উদ্যোগী হন স্টেশন মাস্টার। শেষ পর্যন্ত স্টেশনের আরদালিকে সঙ্গে নিয়ে মেয়েটিকে পাচারকারীর হাত থেকে উদ্ধার করেন তিনি। রবিবার নাটকটি মঞ্চস্থ হওয়ার পর নাট্যপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। তবে এই নাটকের আলোকসজ্জা নিয়ে কিছুটা হলেও ভাবতে হবে পরিচালককে।