রেশন দুর্নীতিতে নতুন করে অভিযানে ইডি!
রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শুক্রবার সকালে নতুন করে রাজ্যজুড়ে অভিযান ইডির। কলকাতা, কল্যাণী, জয়নগর, মেদিনীপুর-সহ ৭ জায়গায় ইডি তল্লাশি অভিযান চলে সকাল থেকেই।কলকাতায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় ইডি।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৩ই সেপ্টেম্বর:রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শুক্রবার সকালে নতুন করে রাজ্যজুড়ে অভিযান ইডির। কলকাতা, কল্যাণী, জয়নগর, মেদিনীপুর-সহ ৭ জায়গায় ইডি তল্লাশি অভিযান চলে সকাল থেকেই।কলকাতায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় ইডি। ভবানীপুর থানা এলাকার চক্রবেড়িয়া সাউথ এলাকার বাসিন্দা লোহা সাউ নামে রেশন ডিলারের বাড়িতে এই অভিযান চলে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার যেন ফের তেড়েফুঁড়ে ময়দানে নামল ইডি। কল্যাণী-এ ব্লকে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রের খবর, বাকিবুর রহমানের সঙ্গে যোগ রয়েছে তাঁর। খাদ্য দুর্নীতিতে তাঁর কতটা যোগসাজশ ছিল, সেটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
এর পাশাাপাশি জয়নগরের বহড়ুবাজারে একটি চালের গোডাউনে হানা দেয় ইডি। কেন্দ্রীয়বাহিনী সেই গোডাউন ঘিরে রাখে। গোডাউনের ভিতরে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। দেগঙ্গাতেও একটি সমবায় সমিতিতে হানা দেয় ইডি। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করেই জালে উঠে আসে রাজ্যের তৎকালীন প্রভাবশালী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। গ্রেফতার হন মন্ত্রীও। আপাতত জামিন পেয়েছেন বাকিবুর। তবে রেশন দুর্নীতি মামলায় তদন্ত চলছেই।