স্বাধীন ভারতের ৭৫বছর পরও অপরিবর্তিত মালদার গদাইচর
স্বাধীন ভারতের ৭৫বছর পরও অপরিবর্তিত মালদার গদাইচর
গদাইচর বাংলার ভুখন্ডের একটি অংশ। বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া একটি গ্রাম। যা গঙ্গা নদীর উপর গজিয়ে ওঠা একটি চর। যেখানে বসবাস করেন কয়েক হাজার পরিবার। আজও সেই গ্রামে জ্বলে না কোন আলো। রাত হলেই ভরসা লন্ঠন বা প্রদীপের আলো। একটু অর্থকরী পরিবারের ঘরে জ্বলে ব্যাটারির আলো। কয়েকশ বছর ধরে এই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দা। তবে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহন করেন তারা। পঞ্চায়েত থেকে লোকসভা সব ক্ষেত্রেই ভোটদান করেন তারা। কিন্তু সরকারি সাহায্যের নূন্যতম পরিসেবা নেই এই গ্রামে। স্বাধীন ভারতের ৭৫বছর পরও মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রামপঞ্চায়েতে ‘গদাইচর’আজও অপরিবর্তিত। আর এই চরে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী।