বাসন্তীর নিহত সাবির মল্লিকের বাড়িতে ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী
সুন্দরবনের বাসন্তীর যুবক সাবির মল্লিক পেটের তাগিদে সুদূর হরিয়ানা রাজ্যে কাজে গিয়েছিলেন। পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেবে বলে। গত ২৭শে আগস্ট পরিযায়ী শ্রমিক গোরক্ষা কমিটির হাতে নৃশংসভাবে খুন হয় বলে অভিযোগ। হরিয়ানার চখরি দাদরির বস্তিতে কাগজ কুড়ানোর ব্যবসায়ে লিপ্ত থাকা সাবির মল্লিককে গোমাংস রান্নার করার সন্দেহে তাকে পিটিয়ে মারে গোরক্ষকরা। এই নৃশংস খুনের ফলে অকালে ঝরে গেছে একটি তরতাজা যুবকের প্রাণ। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন মর্মান্তিক মৃত্যুতে বাসন্তীর ওই যুবকের পরিবার বর্তমানে অসহায়। সোমবার দুপুরে সুন্দরবনের বাসন্তী ব্লকের বল্লারটোপ গ্রামে অসহায় পরিবারের পাশে হাজির হলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক পীরজাদ মহ: নওশাদ সিদ্দিকী। এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এর।