তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ
তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ
গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নাজেহাল মানুষ। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বনের কথা বলেছে আবহাওয়া দপ্তর। সাথে প্রয়োজন ছাড়া রাস্তায় বেড়নোর নিষেধাজ্ঞা চিকিৎসকদের। তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করলেও এই তীব্র দাবদাহে কষ্টে দিনযাপন করছে পশুপাখিরা। শনিবার এসব অসহায় প্রাণীদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়ার শান্তিপুরের বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন। জানা যায়, শান্তিপুরের সুত্রাগর অঞ্চল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওআরএস মিশিয়ে রাখা হয়েছে পশুপাখিদের জন্য। সেই সঙ্গে এই প্রচণ্ড গরমে পশুপাখিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন বার্তা প্রেরণ করা হচ্ছে সাধারন মানুষদের প্রতি।