দিলজিতের কনসার্টে ক্রীড়াবিদদের অভিযোগ! সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন
দিলজিৎ দোসাঞ্ঝ হলেন আমাদের তরুণ প্রজন্মের সঙ্গীত জগতের এক অন্যতম 'আইকন'। আমাদের দেশে হোক বা বিদেশে তিনি যেখানে কনসার্ট করুন না কেন, তার ভক্তদের ভিড় সব জায়গায় থাকে। দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে কয়েকদিন আগেই কনসার্ট ছিল। তবে স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তবে তা অবশ্য চিন্তাজনক।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৯ অক্টোবর: দিলজিৎ দোসাঞ্ঝ হলেন আমাদের তরুণ প্রজন্মের সঙ্গীত জগতের এক অন্যতম 'আইকন'। আমাদের দেশে হোক বা বিদেশে তিনি যেখানে কনসার্ট করুন না কেন, তার ভক্তদের ভিড় সব জায়গায় থাকে। দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে কয়েকদিন আগেই কনসার্ট ছিল। তবে সেইখানে স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তবে তা অবশ্য চিন্তাজনক। ওইখানকার ক্রীড়াবিদদের দাবি, এরকম অব্যবস্থার জন্যই ভারত অলিম্পিকে পদকজয়ের দৌড়ে পিছিয়ে থেকে।
গত ২৬ ও ২৭ অক্টোবর, দিলজিৎ দোসাঞ্জের দিল্লিতে'দিললুমিনাটি ট্যুর ২০২৪' অনুষ্ঠান ছিল। সেইদিন ওই স্টেডিয়ামে প্রায় ৭০০০০ দর্শক ওইখানে উপস্থিত ছিলেন। তবে দিল্লির ক্রীড়াবিদ বিয়ান্ত সিংয়ের অভিযোগ, মাঠের বিভিন্ন জায়গায় মাংসের হাড়, আর মদের বোতলে ছড়াছড়ি। খেলার বিভিন্ন সরঞ্জাম ভেঙে পড়ে রয়েছে এবং দৌড়ের ট্রাকগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিয়ান্ত সিং সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, "এই তো দেশের খেলাধুলোর অবস্থা। যেখানে সবাই প্র্যাকটিস করে, সেখানে মদ খেয়ে লোকজন নাচগান করেছে। তার জন্য স্টেডিয়াম ১০ দিন বন্ধ ছিল। খেলার সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে। আর চার বছর পরে সোশাল মিডিয়ায় সবাই প্রশ্ন করে, কেন আমরা অলিম্পিক থেকে পদক পাই না? এরকম অবস্থা থাকলে, ক্রীড়াবিদদের জন্য সম্মান না থাকলে, সেটাই হবে।"
এই স্টেডিয়ামটি যে কোনও সংস্থা ভাড়া নিতে পারে। এখানেই আইএসএলের ম্যাচ খেলে পাঞ্জাব এফসি। কিন্তু তারাও অনুশীলন করতে পারছে না। পরে সাইয়ের তরফ থেকে স্টেডিয়াম পরিষ্কার করা হয়। কিন্তু যেভাবে সেটা করা হয়েছে, তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না অনেকে। কারণ সিন্থেটিক ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটা এখনও বোঝা যাচ্ছে না বলেই অভিযোগ।