প্রয়াত হলেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা!
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শোকের অনুষ্ঠানে আমির খানকে তার পরিবারের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আমির খানের মাও শোক জানাতে রিনার বাড়িতে পৌঁছেছেন।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 2 অক্টোবর: প্রয়াত হলেন আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের বাবা। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমির খানকে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জানিয়ে রাখি, রীনার বাবা একসময় এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিলেন।
এ সময় রীনার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। চারিদিকে শোকের আবহ। শুধু আমির খানই নয়, তাঁর বৃদ্ধ মা জিনাত হুসেনও সমবেদনা জানাতে রীনা দত্তের বাড়িতে পৌঁছেছিলেন, যিনি একবার তাঁকে তাঁর পুত্রবধূ হিসেবে নিয়ে এসেছিলেন। ভিডিওতে আমিরের মাকে দেখে বোঝা যাচ্ছে যে, তিনি নিজেও হাঁটতে পারছেন না। তাকে গাড়ি থেকে নেমে কর্মীদের সহায়তায় রীনার বাড়িতে যেতে দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় রীনা দত্তের বাড়ির বাইরের ভিডিও
এই অনুষ্ঠানের কিছু ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে আবেগপ্রবণ করে তুলেছে। উল্লেখ্য, আমির খান এবং রীনা 1986 সালে গোপনে বিয়ে করেছিলেন। এই বিয়ে থেকে তার দুই সন্তান জুনায়েদ ও আইরা খান। 2002 সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।