এক টুকরো বরফই হয়ে উঠতে পারে আপনার জৌলুসের বড় কারণ! আজই জানুন বরফের সঠিক ব্যবহার, ত্বক হবে তিনগুণ ফর্সা

হাজার রকম ক্রিম মাখলেও ত্বক ফর্সা দেখায় না!অনিদ্রার জন্য চোখের তলায় কালি? চড়া রোদে ত্বক পুড়ে কালো ছোপ পড়েছে ? অতি সহজে এসব সমস্যা দূর হবে। এক টুকরো বরফেই হয়ে যাবে কামাল। কী করে?

এক টুকরো বরফই হয়ে উঠতে পারে আপনার জৌলুসের বড় কারণ! আজই জানুন বরফের সঠিক ব্যবহার, ত্বক হবে তিনগুণ ফর্সা

ইতিমধ্যে আকাশে বাতাসে পুজোর ভাব চলে এসেছে। তাই পুজোর আর বেশি দিন বাকি নেই। হাতে গোনা কয়েকটা দিন মাত্র। সারাদিন বাইরের কাজ অফিসের কাজের চাপে চোখ মুখ ও ত্বকের অবস্থা খুবই খারাপ। আজ থেকেই শুরু করে দিন রূপচর্চা। এমন চেহারা নিয়ে কি পুজোর সাজ ভালো লাগবে? তবে চিন্তা নেই। আইস স্কিনকেয়ার (skin) এই ব্যাপারে দারুন উপকার দেবে। কীভাবে করবেন ?

হাজার রকম ক্রিম মাখলেও ত্বক ফর্সা দেখায় না!অনিদ্রার জন্য চোখের তলায় কালি? চড়া রোদে ত্বক (skin) পুড়ে কালো ছোপ পড়েছে ? অতি সহজে এসব সমস্যা দূর হবে। এক টুকরো বরফেই হয়ে যাবে কামাল। কী করে? আমাদের ত্বকের রক্ত চলাচল রাখতে এবং আমাদের মুখে যেসব নানান ছিদ্রগুলি আছে সেগুলি কমাতে সাহায্য করে বরফ। তার সঙ্গে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। তাহলে এখন থেকেই শুরু হোক রূপচর্চা। ফ্রেশনেশ বজায় রাখার জন্য ,কাজের শেষেবাড়িতে ফিরে প্রথমেই ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর মুখের ত্বকে বরফ লাগিয়ে দিন।

নার্ভের সমস্যা বা যদি অল্পতেই আপনাদের ঠান্ডা লাগার ধাত থাকে, তাহলে এগুলো না করাই ভালো। ব্রণর মত একাধিক ত্বকের সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে বরফ (ice)। প্রভাবিত এলাকায় বরফ লাগালে সেখানের সংক্রমণও কম হয়। ভুলেও এইসব প্যাকগুলো রাত্রে ব্যবহার করবেন না। একান্তই প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এমনকী, বাইরে থেকে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়েই এই রূপচর্চা করার চেষ্টা করুন।