সোনারপুরে প্রাইমারি চাকরি প্রার্থীর উপর হামলা
সোনারপুরে প্রাইমারি চাকরি প্রার্থীর উপর হামলা
প্রাইমারি চাকরি প্রার্থীর উপর রাতের অন্ধকারে হামলা। ঘটনাটি ঘটেছে সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত পূর্ব শীতলা এলাকায়। আহতের নাম দেবাশিষ বিশ্বাস। ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার অভিযোগ এই চাকরি প্রার্থীর। ২০০৯ সাল থেকে প্রাইমারীতে চাকরির দাবিতে আন্দোলন চালাচ্ছেন তিনি । ২০০৯ সালের সাউথ চব্বিশ পরগনার বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার ছিলেন দেবাশীষ বিশ্বাস। রাত্রি ১০টা নাগাদ বাড়ির সামনের রাস্তায় গুগুল মিটে অন্যান্য আন্দোলনকারিদের সাথে মিটিং করছিলেন তিনি। ঠিক সেই সময় তার ওপর হামলা চালায়। কোনরকমে নিজেকে রক্ষা করেন তিনি। এরপর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন চাকরি প্রার্থী।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় সোনারপুর থানার পুলিশ। ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।