ভাইপোকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা কাকার
ভাইপোকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা কাকার
সাতসকালে ধারালো দা নিয়ে নাবালক ভাইপোর ওপর চড়াও হল কাকা। সূত্রের খবর, গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নাবালককে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অম্বিকানগর নিবাসী মিঠু সরকার ও অমল সরকার দুই ভাই বসবাস করতেন। বড় ভাই অমল সরকার থাকতো নিজের বাড়িতে এবং ছোট ভাই মিঠুন সরকার থাকতো তার বাবার সাথে। দীর্ঘদিন ধরেই পৈত্রিক সম্পত্তি দাবি নিয়ে বাবার সাথে অশান্তি করতো মিঠুন। বাবাকে ধরে মারধর শুরু করেন মিঠুন সরকার।প্রথমে দাদা অমল সরকার বিষয়টি আটকাবার চেষ্টা করলেও পরবর্তীতে তাঁর ছেলে অমিয় সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করায় তার কাকা ওরফে মিঠুন সরকার ধারালো দা নিয়ে তার উপর চড়াও হয়।এলোপাথারি কোপ বসিয়ে দেয় তার শরীরে।
বর্তমানে ওই কিশোর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছেন এনজেপি থানার পুলিশ।