নারায়ণগড়ে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য!
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর: ক্যালেন থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার কোতাই গড় পেট্রোল পাম্প এর কাছে। জানা গিয়েছে, এদিন সকালে রাস্তার ধারে ক্যানেলে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকার মানুষজন। এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশ এবং ওই ব্যক্তির পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির অচেতন দেহ উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য নিয়ে আসে নারায়ণগড় থানার পুলিশ। চিকিৎসক দেখে ওই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ভদ্রেশ্বর মাহালি বয়স ৬৯ বছর বাড়ি নারায়ণগড় থানার কোতাইগড়ের বাসুদেবপুর গ্রামে। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে" বাজার থেকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজ শুরু করে পরে কোতাই গড়ের ক্যালেন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ। বাড়ি থেকে অদূরে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।