Madhyamik 2024: ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌমিক খাঁ-এর
Madhyamik 2024: ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌমিক খাঁ-এর
মাধ্যমিক পরীক্ষায় এবার দশম হয়েছে বাঁকুড়া জেলার সৌমিক খাঁ। তালডাংরা ফুলমতি হাইস্কুলের ছাত্র সৌমিক। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় মাধ্যমিকে দশম স্থানাধিকারি সৌমিক খাঁ। পাঁচ বছর আগে দাদু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াতে চিকিৎসক হতে চায় সে। সে জানিয়েছে, প্রতিদিন ৯ থেকে ১০ ঘণ্টা টেক্সটবুকের ওপর জোর দিয়ে পড়াশুনো চালিয়ে গেছে সে।সৌমিকের প্রাপ্ত নম্বর ৬৮৪।