Jalpaiguri: লোকালয়ে উদ্ধার হরিণ
Jalpaiguri: লোকালয়ে উদ্ধার হরিণ
জলপাইগুড়ি, পিয়ালী বোসঃ লোকালয় থেকে উদ্ধার হল হরিণ। জানা যায় সোমবার বানাহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে চানাডি পায়ে এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট প্রজাতির হরিণ। সূত্রের খবর, সেখানকার স্থানীয় বাসিন্দা লালচাঁদ মিয়ার বাড়ির দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের বন কর্মীদের। এরপরই মরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়।