বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের
বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের
তাপ প্রবাহের লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করেই সকাল থেক ভোট প্রার্থীর ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন। একদিকে পঞ্চান্নতলা এলাকাতে জনসংযোগ করছেন ঘাস ফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সাঁকরাইল ব্লকের আন্দুল স্টেশন রোড এলাকাতে জনসংযোগ সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথীন চক্রবর্তী। জনসংযোগের মধ্যেই বিজেপিকে নিশানা করে প্রসূনের দাবি আমরা বাংলার লোককেই চাই, বাংলার বাইরে থেকে এসে বাংলাতে কাউকে মাতব্বরি করতে দেবো না। বিরোধীরা সব বদ্ধ পাগল হয়ে গেছে। কোনো লাভ নেই। নির্বাচনের পর বিজেপির অস্তিত্ব থাকবে না।যদিও সাংসদের দাবিকে গুরুত্ব না দিয়ে রথীন কটাক্ষ করে গরমে সুস্থ্য থাকার টোটকা দিলেন জনসংযোগে বেরিয়ে। তিনি বলেন, এই গরমে যেন সকলে হালকা রঙের পোশাক পড়েন, সরাসরি রোদের হাত থেকে নিজেকে যতটা রক্ষা করা যায়, ওআরএস, ডাবের জলের মতো পানীয় খেতে হবে, এটা আমাদের দলের তো বটেই, বিরোধীদের প্রতি আমার নিবেদন।
রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতেও দেখা গেল এক অদ্ভুত চিত্র। একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায় উপস্থিত থাকলেও, তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই থাকলেন। একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে। প্রায় ৫০ মিটারের দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ। বিষয়টি নিয়েও কানাঘুষো চলছে শাসক দলের অভ্যন্তরে।