ট্রেন চালকের বুদ্ধিতে একদল হাতির প্রাণ বাঁচলো
উৎপল রায়, আলিপুরদুয়ার: ট্রেনের চালকের তৎপরতায় আবারও প্রাণ বাঁচলো বুনো হাতির। সোমবার আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ করে রেল লাইনের ওপরে একদল বুনো হাতি। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবরী-শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালকের বুদ্ধিতে প্রাণ বাঁচল একদল বুনো হাতির। প্রসঙ্গত, ডুয়ার্স এলাকার সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়েই গিয়েছে ব্রডগেজ রেললাইন। রেল লাইনের পার্শ্ববর্তী এলাকাতে মাঝেমধ্যেই বন্য প্রাণীদের আনাগোনা লেগেই থাকে বেশ কয়েকমাস আগে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছিল গর্ভবতী হাতির কিন্তু আজ চালকের তৎপরতায় বেঁচে গেল প্রাণ একদল হাতির। ডুয়ার্সের এই রেলপথে ট্রেনের গতিবেগও বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়তি সতর্কতা অবলম্বন করে এই রেলপথে ট্রেন চালিয়ে থাকেন চালকেরা। তারই জেরে সোমবার প্রাণে বেঁচে গেল বন্যপ্রাণ। যে ভাবে দুই চালকের তৎপরতায় হাতিটির প্রাণ রক্ষা করা গিয়েছে, রেল কর্তৃপক্ষ তার প্রশংসা করেছেন। ট্রেন থামানোর পর চালকের কেবিন থেকেই মোবাইলে হাতিটির গতিবিধির ভিডিও করেন চালক। সেই ভিডিও তে দেখা যাচ্ছে, লাইনের পাশে দাঁড়িয়ে আছে একদল হাতি। সেই সময় ট্রেনের হুইসল বাজান চালক। সে আওয়াজ শুনে কিছুটা দূরে সরে যায় হাতির দলটি। তবে চলে যায়নি। ট্রেন থেকে কিছু দূরে গিয়ে আবার দাঁড়িয়ে থাকে লাইনের পাশেই। এ ভাবে মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর পাশের জঙ্গলে ধীরে ধীরে ঢুকে পড়ে। এরপর ফের ট্রেন চালানো শুরু করেন চালক।